২০১৪ সাল থেকে রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি জুটির পথচলার শুরু। এরপর কোহলি-শাস্ত্রী জুটি ভারতের বহু জয়ের সাক্ষী হয়েছেন। বিরাটের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণায় শাস্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
এক বার্তায় শাস্ত্রী লেখেন, “বিরাট, তুমি মাথা উঁচু করে যেতে পারো। খুব কম অধিনায়ক তোমার মতো সাফল্য পেয়েছে। তুমি ভারতের সবচেয়ে আক্রমণাত্মক এবং সফল অধিনায়ক। এই দলটা আমরা একত্রে তৈরি করেছি, তাই আমার খারাপ লাগছে। কিন্তু শুধু অধিনায়ক এবং একজন ক্রিকেট তারকা হিসেবে নয়, তরুণ ক্রিকেটারদের মধ্যে তোমাকে দেখে লড়াই করার অনুপ্রেরণা জাগত। এটা ছিল দেখার মতো।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের একদিন পরই ভারতের টেস্ট অধিনায়ক কোহলি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও দায়িত্ব ছাড়েন তিনি।